Site icon Spotlight Rader

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ পূর্ণাঙ্গ সময় সূচি-ICC World Cup 2023 Time Schedule

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩-এর পূর্ণাঙ্গ সময় সূচি

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ পূর্ণাঙ্গ সময় সূচি প্রকাশিত করেছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি | আর মাত্র একদিন পরেই অর্থাৎ ৫ অক্টোবর ২০২৩ থেকেই ভারতে অনুষ্ঠিত ১৩ তম বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ শুরু হয়ে যাবে |

ভারতের মোট ১০ টি শহরে ৪৬ দিনে মোট ৪৮ টি খেলা হবে ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত |

ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ কবে কোথায় অনুষ্ঠিত হবে

প্রতি ৪ বছর পর পর এই বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়ে থাকে | ১৯৭৫ সালে ইংল্যান্ড প্রথম বিশ্বকাপ এর আয়জন করেছিল |

কিন্তু ২০২৩ এ বিশ্বকাপ ক্রিকেট এর আয়জন করবে ভারত | এবার প্রথম বারের মতো একক ভাবে বিশ্বকাপ এর আয়জন করার অনুমতি পেয়েছে ভারত | এর আগে ২০১১ সালে ভারত, বাংলাদেশ ও শ্রীলংকা যৌথভাবে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করেছিল।

ভারত এবার নিয়ে তুর্থবারের মতো ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের আয়জন করতে চলেছে | ২০২৩ বিশ্বকাপ ক্রিকেটে মোট ১০ টি দল অংশ গ্রহণ করবে | সেই ১০ টি দল হল – ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, বাংলাদেশ, শ্রীলংকা, আফগানিস্তান এবং নেদারল্যান্ড |

বিশ্বকাপের কিছু জরুরি তথ্য

আয়োজক দেশভারত (India)
পরিচালনায়International Cricket Council (ICC
শুরুর তারিখ৫ অক্টোবর, ২০২৩
প্রথম সেমিফাইনাল১৫ নভেম্বর,২০২৩
দ্বিতীয় সেমিফাইনাল১৬ নভেম্বর,২০২৩
ফাইনাল১৯ নভেম্বর,২০২৩
অফিসিয়াল ওয়েবসাইটhttps://www.cricketworldcup.com/
খেলা শুরুর সময় ভারতীয় সময় দুপুর ২:০০ টা

আজকে আমরা আপনাদের কাছে আইসিসির ১৩তম পুরুষ বিশ্বকাপ ক্রিকেট ২০২৩-এর পূর্ণাঙ্গ সময় সূচি নিচে টেবিল এর মাধ্যমে দেখানো দেখাবো-

ম্যাচ সংখ্যাতারিখ ম্যাচ স্থান
৫ অক্টোবর ইংল্যান্ড-নিউজিল্যান্ডআহমেদাবাদ 
৬ অক্টোবরনেদারল্যান্ডস- পাকিস্তানহায়দরাবাদ
৭ অক্টোবরবাংলাদেশ-আফগানিস্তানধর্মশালা
৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকা- শ্রীলঙ্কাদিল্লি 
৮ অক্টোবরভারত-অস্ট্রেলিয়া চেন্নাই
৯ অক্টোবর নিউজিল্যান্ড- নেদারল্যান্ডসহায়দরাবাদ
১০ অক্টোবরবাংলাদেশ- ইংল্যান্ডধর্মশালা (দিনের ম্যাচ))
১০ অক্টোবরপাকিস্তান- শ্রীলঙ্কাহায়দরাবাদ
১১ অক্টোবরভারত-আফগানিস্তানদিল্লি
১০ ১২ অক্টোবরঅস্ট্রেলিয়া- দক্ষিণ আফ্রিকালক্ষ্ণৌ 
১১ ১৩ অক্টোবরবাংলাদেশ-নিউজিল্যান্ডচেন্নাই
১২ ১৪ অক্টোবরভারত-পাকিস্তানআহমেদাবাদ
১৩ ১৫ অক্টোবর ইংল্যান্ড- আফগানিস্তানদিল্লি
১৪ ১৬ অক্টোবর অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কালক্ষ্ণৌ
১৫ ১৭ অক্টোবরদক্ষিণ আফ্রিকা- নেদারল্যান্ডসধর্মশালা
১৬ ১৮ অক্টোবরনিউজিল্যান্ড-আফগানিস্তানচেন্নাই
১৭ ১৯ অক্টোবরভারত-বাংলাদেশপুনে 
১৮ ২০ অক্টোবর অস্ট্রেলিয়া-পাকিস্তানবেঙ্গালুরু
১৯ ২১ অক্টোবরইংল্যান্ড- দক্ষিণ আফ্রিকামুম্বাই
২০ ২১ অক্টোবর বাছাই ১ – বাছাই ২লক্ষ্ণৌ
২১ ২২ অক্টোবরভারত-নিউজিল্যান্ডধর্মশালা
২২ ২৩ অক্টোবরপাকিস্তান-আফগানিস্তানচেন্নাই
২৩ ২৪ অক্টোবর 
বাংলাদেশ- দক্ষিণ আফ্রিকামুম্বাই
২৪ ২৫ অক্টোবরঅস্ট্রেলিয়া-নেদারল্যান্ডসদিল্লি
২৫ ২৬ অক্টোবরইংল্যান্ড- শ্রীলঙ্কাবেঙ্গালুরু
২৬ ২৭ অক্টোবর পাকিস্তান-দক্ষিণ আফ্রিকাচেন্নাই
২৭ ২৮ অক্টোবরবাংলাদেশ- নেদারল্যান্ডসকলকাতা
২৮ ২৮ অক্টোবরঅস্ট্রেলিয়া- নিউজিল্যান্ডধর্মশালা 
২৯ ২৯ অক্টোবর ভারত-ইংল্যান্ডলক্ষ্ণৌ 
৩০ ৩০ অক্টোবরআফগানিস্তান- শ্রীলঙ্কাপুনে
৩১ ৩১ অক্টোবরবাংলাদেশ-পাকিস্তানকলকাতা
৩২ ১ নভেম্বরনিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকাপুনে
৩৩ ২ নভেম্বর ভারত- শ্রীলঙ্কামুম্বাই
৩৪ ৩ নভেম্বরআফগানিস্তান – নেদারল্যান্ডসলক্ষ্ণৌ
৩৫ ৪ নভেম্বরইংল্যান্ড-অস্ট্রেলিয়াআহমেদাবাদ
৩৬ ৪ নভেম্বরনিউজিল্যান্ড-পাকিস্তানবেঙ্গালুরু
৩৭ ৫ নভেম্বরভারত- দক্ষিণ আফ্রিকাকলকাতা
৩৮ ৬ নভেম্বরবাংলাদেশ- শ্রীলঙ্কাদিল্লি
৩৯ ৭ নভেম্বরঅস্ট্রেলিয়া- আফগানিস্তানমুম্বাই
৪০ ৮ নভেম্বরইংল্যান্ড – নেদারল্যান্ডসপুনে
৪১ ৯ নভেম্বরনিউজিল্যান্ড- শ্রীলঙ্কা বেঙ্গালুরু 
৪২ ১০ নভেম্বরদক্ষিণ আফ্রিকা- আফগানিস্তানদক্ষিণ আফ্রিকা- আফগানিস্তান
৪৩ ১১ নভেম্বরবাংলাদেশ-অস্ট্রেলিয়াপুনে (দিনের ম্যাচ)
৪৪ ১১ নভেম্বরইংল্যান্ড- পাকিস্তানকলকাতা
৪৫ ১২ নভেম্বরভারত- নেদারল্যান্ডসবেঙ্গালুরু
৪৬ ১৫ নভেম্বরপ্রথম সেমিফাইনালমুম্বাই 
৪৭ ১৬ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনালকলকাতা
৪৮ ১৯ নভেম্বরফাইনাল আহমেদাবাদ 
বিশ্বকাপ ক্রিকেট ২০২৩-এর পূর্ণাঙ্গ সময় সূচি ভারত

 একটি লম্বা ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হতে যাচ্ছে, যেখানে প্রতিটি দল গ্রুপ পর্বে মোট ৯টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে | এছাড়া আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এ ভারতীয় দল ও মোট ৯ টি ম্যাচ খেলার সুযোগ পাবে।

Exit mobile version