Site icon Spotlight Rader

মাত্র ৯ বলে ৫০ রান ! যুবরাজ সিংয়ের রেকর্ড ভেঙে চুরমার, T20 ক্রিকেটে প্রথম ৩০০ রান করে ইতিহাস তৈরি করল নেপাল

৯ বলে ৫০ রান

বিশ্ব ক্রিকেটে অনেক রেকর্ড ভাঙ্গে আবার নতুন করে গড়ে কিন্তু হাংঝু এশিয়ান গেমস ২০২৩ এ নেপাল যে রেকর্ড করেছে সেটা ভাঙ্গা হয়তো বিশ্ব ক্রিকেটের কারো পক্ষে সম্ভব হয়ে উঠবে না | মাত্র ৯ বলে ৫০ রান করে বিশ্ব রেকর্ড করল দিপেন্দ্র সিং আইরি | 

   বহু টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচের সাক্ষী থেকেছে বিশ্ব ক্রিকেট প্লেয়াররা কিন্তু নেপাল যে ম্যাচটি খেলেছে সেরকম ম্যাচ বিশ্ব ক্রিকেট ইতিহাসে ক্রিকেটপ্রেমীরা কবে দেখেছে হয়তো অনেকেই বলতে পারবেনা | এক অভাবনীয় ম্যাচের সাক্ষী থেকেছে বিশ্ব ক্রিকেট প্রেমীরা |

1.আন্তর্জাতিক T20 ক্রিকেট এ সবচেয়ে বেশি রান এর রেকর্ড

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রানের রেকর্ড তৈরি করল নেপাল |  হাংঝু এশিয়ান গেমস ২০২৩ এ মঙ্গোলিয়া ক্রিকেট টিমের বিপক্ষে ম্যাচ ছিল নেপাল ক্রিকেট দলের (National Cricket Team) | এই ম্যাচটিতে নেপাল প্রথমে ব্যাট করতে নেমে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে প্রথম ৩০০ রানের রেকর্ড সৃষ্টি করেছে | নেপাল প্রথমে ব্যাট করতে নেমে মঙ্গোলিয়ার বিরুদ্ধে মাত্র তিন উইকেট হারিয়ে ৩১৪ রানের বিশাল পাহাড় সোম স্কোর তৈরি করে |

2. আন্তর্জাতিক T20 ক্রিকেটে প্রথম ৩০০ রান

নেপাল বিশ্ব ক্রিকেটে প্রথম দল হিসেবে t20 ক্রিকেটে ৩০০ রানের মাইলস্টোন অতিক্রম করে |  এখনো পর্যন্ত তাবর তাবর দল এই কারনামা করে দেখাতে পারেনি যেটা মঙ্গোলিয়ার বিরুদ্ধে নেপাল  করে দেখিয়েছে এবং তারা এটাও জানান দিয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটে নেপাল রাজত্ব করতে  আসতে চলেছে |

এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল আফগানিস্তানের তারা ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ২৭৮ রান করেছিল

3.সবচেয়ে দ্রুততম  আন্তর্জাতিক T20 ক্রিকেট সেঞ্চুরি

মঙ্গোলিয়ার বিরুদ্ধে নেপাল টি টোয়েন্টি  ক্রিকেটে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড তৈরি করে ফেলেছে নেপালের এক ব্যাটসম্যান কুশল মাল্লা |  কুশল মাল্লা মাত্র ৩৪ বলে সেঞ্চুরি করে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে রেকর্ড তৈরি করে ফেলেছে | এর আগে ৩৫ বলে সেঞ্চুরি পূর্ণ করে ডেভিড মিলার ও রহিত শর্মা টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড তৈরি করেছিল  কিন্তু কুশল মাল্লা ৩৪ বলে এই কারনামা করে তাদেরও রেকর্ড ভেঙে দিয়েছে |

4.আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরি

মঙ্গোলিয়া নেপাল ম্যাচটিতে রেকর্ডের ফুলঝুরি সৃষ্টি হয়ে গিয়েছিল কেননা এই ম্যাচটিতে দ্রুততম হাফ সেঞ্চুরি রেকর্ড ও তৈরি করে ফেলেছে নেপালের দীপেন্দ্র সিং আইরির | তিনি মাত্র ৯ বলে হাফ সেঞ্চুরি করে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে দ্রুততম হাফ সেঞ্চুরি করার রেকর্ড সৃষ্টি করে ফেলেছে | এর আগে সবচেয়ে দ্রুততম  হাফ সেঞ্চুরি করার রেকর্ড ছিল  ভারতের যুবরাজ সিং এর কাছে, তিনি মাত্র 12 বলে হাফ সেঞ্চুরি করেছিলেন |

5. আন্তর্জাতিক T20 ক্রিকেটে সর্বোচ্চ  রানের রেকর্ড

কুশল মাল্লা এবং দীপেন্দ্র সিং আইরির দানবীয় পারফরমেন্সের ফলে নেপাল মঙ্গোলিয়ার সামনে ৩১৪ রানের বিশাল স্কোর তৈরি করে, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি  ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড | নেপালের তৈরি করা এই বিশাল রায়ানের জবাবে মঙ্গোলিয়ার ইনিংস মাত্র ৪১ রানে গুটিয়ে যায় এর ফলে নেপাল ২৭৩ রানে বিশাল জয় অর্জন করে | যা নেপাল ক্রিকেট টিমের ইতিহাসে এখনো পর্যন্ত সবচেয়ে বড় জয় |

Exit mobile version