আমাদের দেশের নাম BHARAT না INDIA ? এর পেছনে রয়েছে অনেক পৌরাণিক কাহানি থেকে ঐতিহাসিক কাহিনী |
পৌরাণিক মতানুসারে আমাদের দেশে এক ভরত নামে এক রাজা ছিল আর তাঁর নামানুসারে আমাদের এই মাতৃভূমির নাম হয়েছিল ভারত |
কিন্তু সময়ের সাথে বিদেশীদের আক্রম এবং ইংরেজদের ভারতে আসার সময় থেকেই আমাদের দেশের নাম পাল্টাতে শুরু করে |
ভারতকে মোঘল আমলে মঘলরা ভারতকে হিন্দুস্তান বলে ডাকতো | এর জন্য কিছু দেশ এখন ও হিন্দুস্তান বলে ডাকে | যেমণ পাকিস্তান, আরবের কিছু দেশ |
BHARAT না INDIA
বহু কাল থেকেই একটা মতবিরোধ রয়েছে দেশের মানুষের মধ্যে, যে আমার আমাদের দেশকে কি নামে ডাকবো BHARAT না INDIA ?
কিছু মানুষ আছে যারা ভারত নামকে বেশি গুরুত্ত দেয় আবার কিছু আছে যারা ইন্ডিয়া নামকে বেশি গুরুত্ত প্রদান করে থাকে |
হিন্দুস্তান নামের ইতিহাস
মধ্য যুগে যখন তুর্কি আর ইরানীরা সিন্ধু ঘাটি দিয়ে ভারতে প্রবেশ করে তখন তার সিন্ধুকে অপভ্রংশ করে ‘স’ কে ‘হ’ উচ্চারণ করতো | আর তখন থেকেই তারা সিন্ধু কে হিন্দু বলে ডাকতো | তার পর থেকেই এই দেশের নাম হিন্দুস্তান হয়ে যায় |
INDIA নামের ইতিহাস
আমরা জানি ভারত সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল | আর সিন্ধু নদীর আরেক নাম ইঁদাস | ভারতে আসা বিদেশীরা সিন্ধু নদীকে ইঁদাস RIVER বলত |
উননিরা বা উননি ভাষায় সিন্ধু কে ইন্দো বা ইন্ডোস ও বলা হয়ে থাকে | আর পরবর্তী সময়ে যখন এই শব্দটি লাতিন ভাষায় পৌছায় তখন এটি পাল্টে ইন্ডিয়া হয়ে যায় |
ইংরেজদের আসার আগে ভারতকে হিন্দুস্তান বলা হতো | আর ইংরেজদের হিন্দুস্তান বলতে অসুবিধা হতো বলে তারা ভারতকে BHARAT না INDIA বলতে শুরু করে | আর তখন থেকেই আমাদের দেশের নাম বিদেশীদের কাছে ইন্ডিয়া হয়ে যায় |
সংবিধানে ভারতের নাম কি ?
আমাদের দেশের সংবিধানে কোন এক সরকারী নামের সঠিক উল্লেখ নেই | আমাদের দেশের সংবিধানের article 1 বলা হয়েছে ‘India, that is Bharat, shall be a Union of States.