শিলিগুড়ি,বাগডোগরাতে হতে চলেছে উত্তর-পূর্ব ভারতের প্রথম আন্তর্জাতিক বিমান বন্দর

উত্তরবঙ্গ বাসীর জন্য এক নতুন সুখবর। বাগডোগরাতে হতে চলেছে উত্তর-পূর্ব ভারতের প্রথম আন্তর্জাতিক বিমান বন্দর | বাগডোগরা বিমান বন্দরের জন্য বরাদ্দ করা হয়েছে 3 হাজার কোটি টাকা |

উত্তর-পূর্ব ভারতের প্রথম আন্তর্জাতিক বিমান বন্দর

এতো দিন পর্যন্ত northeast অর্থাৎ উত্তর – পূর্ব ভারতে একটাও আন্তর্জাতিক বিমান বন্দর ছিল না | উত্তর পূর্ব ভারতের লোকেদের বিদেশ যেতে হলে সাধারনত কলকাতা বিমান বন্দর হয়েই যেতে হতো |

তাই এবার থেকে কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছে শিলিগুড়ি,বাগডোগরা বিমান বন্দরকে আন্তর্জাতিক বিমান বন্দরে পরিণত করবে | তার জন্য বাগডোগরা বিমান বন্দরকে ঢেলে সাজানোর জন্য এবং পরিকাঠামোগত উন্নয়নের জন্য তিন হাজার কোটি টাকার বরাদ্দ করা হয়েছে |

জানা গিয়েছে ইতিমধ্যে প্রথম দফার কাজের জন্য কেন্দ্র সরকার প্রায় এক হাজার কোটি টাকার ছাড়পত্র এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে দিয়ে দেযা হয়ে গিয়েছে |

1.বরাদ্দ টাকা দিয়ে কি কি করা হবে

জানা গিয়েছে বরাদ্দ হওয়া টাকা দিয়ে বিমান বন্দরের টার্মিনাল বিল্ডিং , নাইট লান্ডিং সিস্টেম, রানওয়ে, মাল্টিশোরিড কর পার্কিং সহ আরো বহু কিছু ডেভলপমেন্ট করা হবে | আর এত কিছু করার জন্য রাজ্য সরকারের কাছে জমি ও চেয়েছে বিমান বন্দর কর্তিপক্ষ |

কি কি সুবিধা হবে

 উত্তর-পূর্ব ভারতের প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর

বাগডোগরা বিমান বন্দর আন্তর্জাতিক বিমান বন্দর হলে, পুরো উত্তরবঙ্গ বাসী, সাথে উত্তর-পূর্ব ভারতের মানুষ খুব কম সময়ে এবং কম খরচে অতি সহজেই বিদেশ যেতে পারবে | তাছাড়া শিলিগুড়ি, বাগডোগরা বিমান বন্দর এলাকাও পরিকাঠামোগত ভাবে আরো অনেক উন্নত হবে | সাথে বাড়বে বিভিন্ন ধরনের পেশা গত চাকরি এবং রোজগার |

শিলিগুড়ি থেকে বাগডোগরা বিমান বন্দর

আপনি যদি ট্রেনে করে উত্তর পূর্ব ভারতের যে কোন জায়গা থেকে আসেন, যেমণ গুয়াহাটি, ত্রিপুরা ইত্যাদি তাহলে আপনাকে প্রথমে শিলীগুড়িতে অর্থাৎ NJP স্টেশন নামতে হবে | সেখান থেকে আপনি অটো, TOTO, প্রাইভেট ট্যাক্সি করেও আসতে পারবেন | NJP থেকে বাগডোগরা আন্তর্জাতিক বিমান বন্দরের দূরত্ব প্রায় 14 কিমি |

উত্তর-পূর্ব ভারতের প্রথম আন্তর্জাতিক বিমান বন্দর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top