সুকন্যা সমৃদ্ধি যোজনা হল একটি সরকারি প্রকল্প,এটি একটি সঞ্চয় প্রকল্প বটে যা কন্যা সন্তানদের ভবিষ্যৎ সমৃদ্ধির স্বার্থের কথা ভেবে গড়ে তোলা হয়েছে | নারী শিক্ষা ক্ষমতায়ন এবং সমৃদ্ধির জন্য কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকল্প তৈরি করে থাকে,রাজ্য সরকার যেমন কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্পগুলি চালু করেছে |
ঠিক সেরকমই এক প্রকল্প কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আনা হয়েছে যার নাম সুকন্যা সমৃদ্ধি যোজনা | যেখানে বিনিয়োগ পরবর্তীকালে সর্বোচ্চ 15 লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন পাওয়া যেতে পারে | যদি আপনার বাড়িতে একটি কন্যা সন্তান থেকে থাকে তাহলে আপনি এই সুকন্যা সমৃদ্ধি যোজনাতে টাকা অবশ্যই রাখতে পারেন | তাতে আপনি একটা ভালো রিটার্নের পাশাপাশি আপনার কন্যা সন্তানের ভবিষ্যৎ ও সুরক্ষিত করে রাখতে পারবেন |
সুকন্যা সমৃদ্ধি যোজনা সুবিধা
সুকন্যা সমৃদ্ধি যোজনাতে আপনি যদি আপনার কন্যা সন্তানের ভবিষ্যতের কথা মাথায় রেখে টাকা বিনিয়োগ করেন, তাহলে আপনি এই যোজনাতে অনেক সুবিধা পেয়ে থাকবেন। সেই সুবিধাগুলোর মধ্যে অন্যতম সুবিধাগুলি হল –
নিশ্চিত রিটার্ন- SSY একটি সরকার-সমর্থিত স্কিম, তাই আপনি এটিতে বিনা সংকোষ করে এই প্রকল্পতে টাকা রাখলে নিশ্চিত রিটার্ন পাবেন।
আয়কর ছাড়- ১৯৬১ সালের আয়করের ৮০সি নিয়ম অনুযায়ী, এক বছরে সর্বোচ্চ ১.৫ লাখ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হয়ে থাকে |
সুবিধামত বিনিয়োগ-বিভিন্ন আর্থিক বা আর সম্পূর্ণ মানুষের কথা মাথায় রেখে এই সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পটি চালু করা হয়েছে,যাতে এখানে সমস্ত আর্থিক সম্পূর্ণ মানুষেরা সহজেই বিনিয়োগ করতে পারে | এখানে একজন ব্যক্তি সর্বোচ্চ দেড় লক্ষ এবং সর্বনিম্ন আড়াইশো টাকা বিনিয়োগ করতে পারে |
উচ্চ সুদের হার-সরকারি বিভিন্ন স্কিম যেমন প্রাইভেট প্রভিডেন্ট ফান্ড(ppf),ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট(NSC),বিভিন্ন ব্যাংকের ফিক্স ডিপোজিট এর তুলনায় সুকন্যা সমৃদ্ধি যোজনা(SSY)সুদের হার অনেকটাই বেশি বছরে প্রায় ৭.৬ শতাংশ |
সুকন্যা সমৃদ্ধি যোজনা ক্যালকুলেটর
যেকোনো বিনিয়োগ স্কিম এর ক্ষেত্রে থাকে একটা নির্ভরযোগ্য এবং যথার্থ রিটার্ন পলিসি |এই দিক দিয়ে দেখতে গেলে সুকন্যা সমৃদ্ধি যোজনা টাকা বিনিয়োগ করলে একটি সঠিক এবং সার্থক লাভ পাওয়া যাবে | এই স্কিমে কত টাকা কত দিনের জন্য বিনিয়োগ করলে কত রিটার্ন আসবে তার একটি নমুনা ক্যালকুলেটর বা গণনা দেওয়া হলো নিচে |
১ | বার্ষিক বিনিয়োগ | ১ লক্ষ টাকা |
২ | বিনিয়োগের মেয়াদ | ১৫ বছর |
৩ | ১৫ বছর পরে বিনিয়োগ করা মোট টাকার পরিমাণ | ১৫ লক্ষ |
৪ | সুকন্যা সমৃদ্ধি যোজনাতে ১ বছরে সুদের হার ধরা যাক | ৮ % |
৫ | ২১ বছর পরে সুদ হবে | ২৯,৮৯,৬৯০ টাকা |
৬ | ২১ বছর পরে সুদ আসলে হবে | ৪৪,৮৯,৬৯০ টাকা |
সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হার বা ইন্টারেস্ট রেট ২০২৩
এই ক্রিমটি হচ্ছে একটি সেভিংস স্কিম | সরকার এখানে প্রতি তিন মাস পর পর সুদের হার নির্ধারণ করে থাকে | সুকন্যা সমৃদ্ধি যোজনা ২০২৩ সালের জুলাই থেকে সেপ্টেম্বর মাস এ সুদের হার ছিল প্রায় ৮% যা অন্যান্য সরকারি ইস্কিমের তুলনায় অনেকটাই বেশি |
SL | বছর | মাস | সুদের হার |
১ | ২০১৮ | ১ লা জানুয়ারি থেকে ৩১ শে মার্চ | ৮.১ % |
২ | ২০১৮ | ১ লা এপ্রিল থেকে ৩০ শে জুন | ৮.১ % |
৩ | ২০১৮ | ১ লা জুলাই থেকে ৩০ শে সেপ্টেম্বর | ৮.১ % |
৪ | 2018 | ১ লা অক্টোবর থেকে ৩১ শে ডিসেম্বর | ৮.৫% |
৫ | ২০১৯ | ১ লা জানুয়ারি থেকে ৩১ শে মার্চ | ৮.৫% |
৬ | ২০২০-2023 | এপ্রিল থেকে মার্চ | ৭.৬% |
৭ | ২০২৩ | এপ্রিল থেকে জুন | ৮% |
৮ | ২০২৩ | জুলাই থেকে সেপ্টেম্বর | ৮% |
সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগ করার নিয়ম
দ্য ডাক ঘর সুকন্যা সমৃদ্ধি যোজনা 2015 সালে চালু করা হয়েছিল |সুকন্যা সমৃদ্ধি যোজনাতে আপনি বছরে সর্বনিম্ন ২৫০ টাকা এবং সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবে | এই প্রকল্পে আপনি অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে ১৫ বছর পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন |
সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) যোগ্যতা
১.সুকন্যা সমৃদ্ধি যোজনাটির একাউন্ট খুলতে গেলে আপনাকে অর্থাৎ কন্যা সন্তানের পিতা-মাতাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে |
২. অ্যাকাউন্ট খোলার সময় কন্যা সন্তানের বয়স ১০ বছরের বেশি হলে একাউন্ট খোলা যাবে না |
৩. প্রত্যেক পরিবার থেকে দুজনের বেশি অ্যাকাউন্ট খুলতে পারবে না |
৪.জমজ বা একসাথে তিন সন্তানের মা হলে সেক্ষেত্রে দুইজনের বেশি বা তিন জনের অ্যাকাউন্ট খোলা যেতে পারে |
৫. একজন কন্যা সন্তানের নামে একটির বেশি অ্যাকাউন্ট খোলা যাবে না |
সুকন্যা সমৃদ্ধি যোজনায় কীভাবে বিনিয়োগ করবেন?
আপনি যদি সুকন্যা সমৃদ্ধির যোজনায় বিনিয়োগ করতে চান তাহলে আপনাকে কোন ডাকঘর বা পোস্ট অফিস এবং যেকোনো সরকারি বা বেসরকারি ব্যাংকে একাউন্ট খুলে বিনিয়োগ করতে পারবেন |
প্রথমে ব্যাংক বা পোস্ট অফিসে গিয়ে সুকন্যা সমৃদ্ধি একটি ফরম ফিলাপ করে জমা দিতে হবে এবং তার সাথে সাথে কিছু প্রমাণপত্র দিতে হবে সেগুলি হল-
সুকন্যা সমৃদ্ধি যোজনার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট
সুকন্যা সমৃদ্ধি যোজনায় আবেদন করতে গেলে যে সকল ডকুমেন্ট আপনার লাগবে সেগুলি হল-
সুকন্যা সমৃদ্ধি যোজনায় আবেদন করতে গেলে যে সকল ডকুমেন্ট আপনার লাগবে সেগুলি হল
১.কন্যা সন্তানের আধার কার্ড বা অন্যান্য সার্টিফিকেট |
২. কন্যা সন্তানের পিতামাতা বা আইনি অভিভাবকের সার্টিফিকেট|
৩. অভিভাবকের সঠিক ঠিকানা প্রমাণপত্র |
৪. এছাড়া লাগবে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং KYC-এর জন্য ডকুমেন্ট |
কিভাবে আবেদন করবেন বা আবেদনের প্রক্রিয়া
সুকন্যা সমৃদ্ধি যোজনায় আবেদন করার জন্য আপনাকে প্রথমে আর বি আই এর অফিসিয়াল ওয়েবসাইট বা সরকারি বা বেসরকারি ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই যোজনার আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে | ডাউনলোড করার পরে আপনাকে আপনার শিশুকন্যার অভিভাবক হিসাবে ফরমটি পূরণ করতে হবে |
১.প্রাইমারি অ্যাকাউন্ট হোল্ডার: মেয়ের নাম লিখুন
২.জয়েন্ট হোল্ডার: পিতামাতা বা আইনী অভিভাবকের নাম লিখুন
৩.প্রারম্ভিক জমার জন্য টাকার চেক/ডিডি নম্বর এবং তারিখ লিখুন
৪.সন্তানের জন্ম তারিখ সহ জন্ম সার্টিফিকেটের অন্যান্য বিবরণ সঠিক ভাবে উল্লেখ করুন
৫.অভিভাবকের সঠিক বর্তমান এবং স্থায়ী ঠিকানার উল্লেখ করুন
৬.পিতামাতা বা আইনি অভিভাবকের পরিচয় পত্র যেমন ভোটের কার্ড, আধার কার্ড লাইনের বিল ইত্যাদি উল্লেখ করতে হবে।
SSY এর মেয়াদকাল বা ম্যাচুরিটি
এই স্কিমটিতে একাউন্ট খোলার তারিখ থেকে ২১ বছর পূর্ণ হলে তবে স্কিমটি পরিপূর্ণতা লাভ করবে | মেয়াদ পূর্ণ হওয়ার পর সমস্ত টাকা সাথে সাথে অ্যাকাউন্টধারির একাউন্টে দিয়ে দেওয়া হবে। |
কিন্তু যদি দেখা দেয় যে অ্যাকাউন্টের মেয়াদ পূর্ণ হওয়ার পরেও অ্যাকাউন্ট বন্ধ হয়নি বা বন্ধ করা হয়নি সেক্ষেত্রে একাউন্ট হোল্ডার ব্যালেন্সের পরিমাণ সুদ পেতে থাকবে | কিন্তু যদি এরকম দেখা দেয় যে ২১ বছর পূর্ণ হওয়ার আগেই কন্যা সন্তানের বিয়ে হয়ে গেছে সে ক্ষেত্রে একাউন্টটি নিজে থেকেই বন্ধ হয়ে যাবে |
সুকন্যা সমৃদ্ধি যোজনা ব্যাঙ্কের তালিকা গুলি হল
ভারতের রিজার্ভ ব্যাংক যে সকল ব্যাংকগুলিকে সুকন্যা সমৃদ্ধি যোজনার জন্য একাউন্ট খোলার অনুমতি দিয়েছে সেই বেঙ্গলি হল-
SL | ব্যাংকের নাম বাংলায় | ব্যাংকের নাম ইংরেজিতে |
১ | স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া | State Bank of India |
২ | ব্যাঙ্ক অফ বরোদা | Bank of Baroda |
৩ | কানারা ব্যাঙ্ক | Canara Bank |
৪ | পাঞ্জাব ও সিন্ধু ব্যাংক | Punjab and Sind Bank |
৫ | আইসিআইসিআই ব্যাঙ্ক | ICICI Bank |
৬ | অ্যাক্সিস ব্যাঙ্ক | Axis Bank |
৭ | আইডিবিআই ব্যাঙ্ক | IDBI Bank |
৮ | ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া | Union Bank of India |
৯ | পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক | Punjab National Bank |
১০ | ইউকো ব্যাংক | UCO Bank |
১১ | ইন্ডিয়ান ব্যাঙ্ক | Indian Bank |
১২ | ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক | Indian Overseas Bank |
১৩ | সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া | Central Bank of India |
১৪ | ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র | (Bank of Maharashtra |
১৫ | ব্যাঙ্ক অফ ইন্ডিয়া | BOI |