এখানে এমন 6 টি দেশের সম্পর্কে আলোচনা করবো যেখানে 6 টি দেশ তাদের দেশের নাম পরিবর্তন করেছে |
নিচে সেই সকল 6 টি দেশ যারা তাদের দেশের নাম পরিবর্তন করেছে, তাদের সম্পর্কে আমরা ডেটইলসে জানবো |
পৃথিবীতে এমন অনেক দেশ আছে যারা তাদের দেশের নাম পরিবর্তন করেছে বিভিন্ন সময়ে, বিভিন্ন কারণে | কখনো রাজনৈতিক কারণে, কখনো সাংস্কৃতিক কারণে, কখনো সামাজিক কারণে | আবার কখনো তাদের দেশের আত্মপরিচিয়ের কারণে, ত কখনো ঐতিহাসিক কারণে |
আজকে আমরা এই আর্টিকেল এ জানবো আসলে কেন এই 6 টি দেশ তাদের দেশের নাম পরিবর্তন করেছে ?
1. সিংহল থেকে শ্রীলঙ্কা
ভারতের ঠিক দক্ষিণ প্রান্তে অবস্তিত একটি ছোট দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা অবস্তিত | যার পূর্ব নাম ছিল সিংহল | এই সিংহল দেশটি 1972 সালে নাম পরিবর্তন করে হয় শ্রীলঙ্কা | শ্রীলঙ্কা যার মনে হচ্ছে ‘Resplendent land’ in Sinhalese.
2. বার্মা থেকে মায়ানমার
ভারতের দক্ষিণ পূর্ব দিকে অবস্তিত একটি দেশ মায়ানমার, যার পূর্ব নাম ছিল বার্মা | 1989 সালে বার্মার ক্ষমতাবান মিলিটারী জনতা দল দেশটির নাম বার্মা থেকে মায়ানমার করে |
এই পরিবর্তন নিয়ে ঐ সময় দেশ ও বিদেশে খুবই বিতর্কের সৃষ্টি হয়ে ছিল |
3. পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ
1971 সালের মুক্তি যুদ্ধ কালে পূর্ব পাকিস্তান নিজেদের স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করে | এর ফলে নতুন একটি দেশের জন্ম হয় যার নাম হয় বাংলাদেশ |
কারণ পূর্ব পাকিস্তান এর সাথে পশ্চিম পাকিস্তানের না আছে ভাষা গত মিল, না আছে সংস্কৃতির মিল, না আছে কোন খাদ্যের মিল | আর সব থেকে বড় কথা দুটি দেশ ভারতের দুই প্রান্তে অবস্তিত |
4.জাইরে থেকে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কংগো
1997 সালে জাইরে দেশটির নাম পাল্টে রাখা হয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র কংগো | দেশটিতে রাজনৈতিক পালাবদল ও সংঘর্ষের পর দেশটির নাম পরিবর্তন করে রাখা হয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র কংগো |
5. প্রজাতান্ত্রিক মেসিডোনিয়া থেকে উত্তর মেসিডোনিয়া
কিছুদিন আগেই অর্থাৎ 2019 সালে প্রজাতান্ত্রিক মেসিডোনিয়া থেকে রাখা হল উত্তর মেসিডোনিয়া | এই নাম পরিবর্তনের ফলে গ্রীসের সাথে দীর্ঘকালীন এক বিবাদের অবসান হয় |
6. সিয়াম থেকে থাইল্যান্ড
থাইল্যান্ড 1939 সালের আগে পর্যন্ত তার নাম ছিল সিয়াম | আর 1939 সালের পরে সিয়াম দেশটি সরকারী ভাবে থাইল্যান্ড দেশ নামে পরিচিতি লাভ করে |
নাম পরিবর্তনের পেছনে এক বড় কারণ ছিল দক্ষিণ পূর্ব এশিয়াতে পশ্চিমা উপনিবেশিক প্রভাবের হাত থেকে দেশকে রক্ষা এবং জাতির ঐক্য ও নিজেদের পরিচিতি প্রদান করা | থাইল্যান্ড শব্দের অর্থ হল ‘স্বাধীনতার দেশ’ |
আগামী 18 থেকে 22 সেপ্টেম্বর মোদী সরকারের পক্ষ থেকে যে জরুরী পার্লামেন্ট সভা ডাকা হয়েছে সেখানে হয়তো দেশের সরকারী নামের ঘোষণা করতে পারে | যেটা ”India that is Bharat” সাধারণ ভাবে ও সরকারী ভাবে ‘ভারত’ পারে |