৫ অক্টোবর থেকে ভারতে অনুষ্ঠিত হওয়া ODI Cricket World Cup 2023 এর জন্য সমস্ত দশটি টিম নিজের নিজের দলের ফাইনাল লিস্ট ঘোষণা করে ফেলেছে | ভারতে অনুষ্ঠিত ১৩ তম বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি খেলা হবে ১৯ নভেম্বর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে |
1.ODI Cricket World Cup 2023 এর ১০ টি দল গুলি করা ?
ভারতে অনুষ্ঠি হওয়া বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ ২০২৩ এ ভারত ছাড়াও আরো নয়টি দল অংশগ্রহণ করবে | তারা হলো গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাংলাদেশ, শ্রীলংকা, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান এবং নেদারল্যান্ড | বিশ্বকাপ খেলার জন্য সমস্ত টিম অলরেডি ভারতে পৌঁছে গিয়েছে |
২০১৯ ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ড নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব নিজের নামে করেছিল | এখনো পর্যন্ত সমস্ত দল তাদের নিজের নিজের টিম ঘোষণা করে ফেলেছে, নাম পরিবর্তনের শেষ তারিখ ছিল ২৮ সেপ্টেম্বর | এরমধ্যে শেষ মুহূর্তে এসে ভারত আর অস্ট্রেলিয়া একজন একজন করে তাদের দলে নাম পরিবর্তন করেছে | ভারতে বা হাতি স্পিনার অক্ষর পাটেলের জায়গায় অফ স্পিনার রবিচন্দ্র আশ্বিনকে নেওয়া হয়েছে এবং অস্ট্রেলিয়া টিমে অলরাউন্ডার অ্যাস্টন অগরের জায়গায় ব্যাটসম্যান মারনেস লাবুসেনকে নিয়েছে | নাম পরিবর্তন করতে চায় তাহলে তাদেরকে আইসিসির অনুমতি নিতে হবে |
2.চলুন জানি এই দশটি টিমে কারা কারা রয়েছে
১,অস্ট্রেলিয়া: পেট কামিংস ( অধিনায়ক), এলেক্স কেরি, স্টিভ স্মিথ, শন অবট, জোস ইংলিশ, ক্যামেরন গ্রিন, যশ হ্যাজেলবুট, ট্রেভিস হেড, মর্ণস লাভুসেন, মিচেল মার্স, গ্লেন মক্সওয়েল, মার্কস ষ্টইনিস, ডেভিড ওয়ার্নার, আদম জাম্পা, মিচেল স্টার্ক
২. ইংল্যান্ড : যশ বাটলার( অধিনায়), মঈন আলী, গস এটকিনসন, জনি বিয়ারয়েষ্ট ,সাম করণ , লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালন,আদিল রশিদ, জো রুট, হেরী ব্রুক,বেন স্টোক, রোস টপ্লে,ডেভিড বেলি, মার্ক বুড, ক্রিস বকস
৩.আফগানিস্তান: হাসমত উল্লাহ শাহীদী( অধিনায়ক), রেহমাদুল্লাহ গুরবাজ, রিয়াজ হাসান, ইব্রাহিম জর্ডান,রহমত শাহ, নাজিমুল্লাহ জর্ডান, মোহাম্মদ নবী, করাম আলী খিল, আজম তুললা ওমরজুই, রাশেদ খান, মুজিবুর রহমান, নুর আহাম্মদ, ফয়জুল হক ফারুকী, আব্দুল রহমান, নবীনুউল হক
৪.বাংলাদেশ: সাকিবুল হাসান( অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসুম আহমদ, মেহেদী হাসান মিরাজ, শাক মেহেদী হাসান, তাসকিন আহমদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম
5.নেদারল্যান্ড: স্টোক এডবড়ষ্টন( অধিনায়ক),ম্যাক্স ও’ডাউড, বাস ডি লিড, বিক্রম সিং, তেজা নিদামানুরু, পল ভ্যান মেকেরেন, কলিন অ্যাকারম্যান, রল্ফ ভ্যান ডার মেরওয়ে, লোগান ভ্যান বেক, আরিয়ান দত্ত, রায়ান ক্লাইন, ওয়েসলি বারেসি, সাকিব জুলফিকার, শরিজ আহমেদ , সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট।
৬. নিউজিল্যান্ড : কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচ স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, উইল ইয়াং।
৭. দক্ষিণ আফ্রিকা: টেম্বা বাভুমা (অধিনায়ক), জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, মার্কো জ্যানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, অ্যান্ডিলে ফেহলুকওয়ায়ো, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি, উইলিয়াম ডুসেন, লিডুসিং, লিমিটেড।
৮. শ্রীলংকা:
দাসুন শানাকা (অধিনায়ক), কুসল মেন্ডিস (সহ-অধিনায়ক), কুশল পেরেরা, পথুম নিসাঙ্কা, লাহিরু কুমারা, দিমুথ করুনারত্নে, সাদিরা সামারাউইক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, মহিষ তিক্ষানা, দুনিথ ভেলাগে, কাসুন রাজিশানা, মাথিলহানা, পাথুম রাজিহানা, দুষণ হেমন্ত।
৯. পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম-উল হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, সালমান আলি আগা, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, হারিস রউফ, হাসান আলী, শাহিন আফ্রিদি, মো. ওয়াসিম।
১০. ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ড্য (সহ-অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, মহম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব।